শাহাব উদ্দিন সভাপতি, মোহাম্মদ নূর সম্পাদক, সোহাগ সাংগঠনিক নির্বাচিত
সাদ্দাম হোসাইন, হ্নীলা।
জেলা জুড়ে জামায়াত-শিবিরের ঘাঁটি বলে চিহ্নিত ও পরিচিত টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠার ৪০ বছর পর এই প্রথম উক্ত ঘাঁটিতে বা মাদ্রাসা হলরুমে ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়। এতে শাহাব উদ্দিন সভাপতি, মোহাম্মদ নূর সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নূর সোহাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
জানা যায়, গত ৩ এপ্রিল সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখার সম্মেলন ও কাউন্সিলের শুভ সূচনা হয়। ১১টা ২০ মিনিটে মাদ্রাসা হলরুমে উপজেলা ছাত্রীগ সভাপতি সোলতান মাহমুদের সভাপতিত্বে সম্মেলনের কার্যক্রম আরম্ভ হয়। হ্নীলা হাই স্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না । বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আকবর, মাহমুদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: সাবের খান, জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শাহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল বাসেদ, প্রচার সম্পাদক ইব্রাহীম বাবলু, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রুবেল উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফোরখান আহমদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহিম, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবছার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান ইমন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম, উপজেলা ছাত্রলীগের উপ- সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, সদস্য সাদ্দাম হোসাইন, পৌর-ছাত্রলীগ নেতা সোলায়মান, কফিল উদ্দীন, সাবরাং ছাত্রলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম উল্লাহ্ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন রঙ্গীখালী মাদ্রাসা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাবেরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, হ্নীলা জমিরিয়া মাদ্রাসার সভাপতি, সম্পাদক, হ্নীলা হাই স্কুল ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম, সম্পাদক কামরুল ইসলাম রাজুসহ হ্নীলা ইউনিয়ন, মজিদিয়া মাদ্রাসা ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
৪ এপ্রিল কাউন্সিল অধিবেশনে নুর মোহাম্মদ শাহাব উদ্দিন সভাপতি, শামশুদ্দিন সহ-সভাপতি, মোহাম্মদ নুর সাধারণ সম্পাদক, মোহাম্মদ মাঈন উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুর ও মিজানুর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
