হ্নীলায় সিএনজি চালক অপহরণ ; মুক্তিপণ দাবী শীর্ষক সংবাদে জয়নালের ব্যাখ্যা ও প্রতিবাদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : গত ৯ সেপ্টেম্বর টেকনাফ নিউজ ৭১ ডটকম এবং টেকনাফ ৭১ অনলাইনসহ বিভিন্ন প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “হ্নীলায় এক সিএনজি চালককে অপহরণ : ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত না হওয়া ব্যক্তিকে উদ্দেশ্যমূলক অভিযোগ এবং সংবাদে জড়ানো খুবই দুঃখজনক।

সংবাদ প্রকাশের পর প্রকৃত ঘটনা খোঁজ নিয়ে জানতে পারি যে, গত কোরবানের কয়েক দিন আগে উক্ত সিএনজি চালকের সিএনজিযোগে লেদা নুরালী পাড়া এক ব্যক্তির দাওয়াতে নিয়ে রোহিঙ্গা অপহরণকারী চক্রের ফাঁদে ফেলে হ্নীলা ফুলের ডেইলের আব্দুল গাফ্ফারের পুত্র জুহুর আলমকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। সেখানে উলঙ্গ করে মারধর করার পর টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জোরপূর্বক গালি-গালাজ করে ভিডিও ধারণ করে এবং ব্যাপক মারধর করে। পরে ২লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে রক্ষা পেয়ে ফিরে আসে। সেই হতে উক্ত জুহুর আলম অপহরণ ঘটনার রহস্য উদঘাটনের জন্য এই সিএনজি চালক জানে আলমকে খুঁজছে।

গতকাল এই সিএনজি চালককে পেলে অপহরণকারী চক্রের হাতে নির্যাতন-নিপীড়নের শিকার জুহুর আলম ধরে নিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করে। এমন সময়ের এক পর্যায়ে সিএনজি চালক পালিয়ে গেলে স্থানীয় এক ব্যক্তি আটকে দেয়। পরে সে সিএনজি চালক ঘটনা বিস্তারিত বললে উক্ত পথিক তাকে ছেড়ে দেয় এবং সে চালক বাড়ি চলে যায়। তার কাছ থেকে মুক্তিপণ দাবীর বিষয়টি একেবারে ভিত্তিহীন ও মনগড়া কথা।

এরই ফাঁকে তার এক আতœীয় উপরোক্ত বিষয়ে থানায় অভিযোগ করেন। এতে অপহরণকারী হিসেবে আমাকে ১নং আসামী হিসেবে অভিযুক্ত করা হয়। যা সংবাদ মাধ্যমে দেখে অবাক হয়ে পড়ি। আমার সাথে উক্ত সিএনজি চালকের কোন ধরনের পূর্ব পরিচয় ছিলনা। প্রকৃতপক্ষে বিশেষ একটি কুচক্রী মহলের ইন্ধনে আমাকে এসব অপরাধে জড়িয়ে পারিবারিক ও সামাজিকভাবে হেয়পন্ন করার অপচেষ্টা চালিয়েছে। এই ঘটনা সম্পর্কে আমি মোটেই অবহিত ছিলাম না।

আমি উপরোক্ত উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক সংবাদাংশের প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
জয়নাল আবেদীন প্রকাশ কালাবদা
ফুলের ডেইল, হ্নীলা, টেকনাফ।
##########