নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার আওতাধীন জাতীয় শ্রমিকলীগ সাহারবিল ইউনিয়ন শাখার ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) মাতামুহুরী সাংগঠনিক থানা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক তোয়াছিন আনোয়ার জিহান ও সদস্য সচিব নিয়ামত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সাহারবিল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ১৫ সদস্যের কমিটিতে মেহেদী হাসান রুবেল আহবায়ক, মিজানুর রহমান (মনু), চন্দ্রসেন দাশ, গোলাম মোস্তফা ও মোঃ মামুন যুগ্ম আহবায়ক, আতিক দাশকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির সদস্যরা হলেন প্রণব দাশ, প্রবাশ দাশ, সমরাজ দাশ বাপ্পি, মোহাম্মদ রোজবা, মনজুর আলম, জিল্লুর রহমান, নুরুল আমিন, আবদুল মুজিব, মোরশেদুল ইসলাম।
মাতামুহুরী সাংগঠনিক থানা শ্রমিকলীগের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত সাহারবিল ইউনিয়ন কমিটি আগামী তিনমাসের মধ্যে সকল ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠনপুর্বক ইউনিয়ন কমিটির সম্মেলন সমাপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ##
