মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের মেয়াদ বৃদ্ধি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

১৬ জুলাই রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ কথা জানানো হয়।
পেশাদার কূটনীতিক শহীদুল ইসলাম ১৯৮৪ ব্যাচ বিসিএস (এফএ) ক্যাডারের সদস্য। মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরব, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

এছাড়া শহীদুল ইসলাম তার কর্মজীবনে ব্রাসেলস, কলম্বো, আবুধাবি, রোম ও লসএঞ্জেলেসে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং বেলজিয়ামের ইউনিভারসিটি লিব্রে ডি ব্রুসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে দ্বিতীয়বার মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

শহীদুল ইসলাম ২০১৫ সালের ৭ মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।