টেকনাফ সমুদ্র সৈকতে কাছিমের বাচ্চা অবমুক্ত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

জাহাঙ্গীর আলম : টেকনাফে বাহারছড়া বঙ্গোপসাগরে নেচার এন্ড লাইফ প্রকল্পের সহায়তায় ১৯৪ টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল ) দুপুরে টেকনাফ বাহাড়ছড়া সমুদ্র সৈকতে কাছিমের এসব বাচ্চা অবমুক্ত করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের ছেপটখালী কাছিম হ্যাচারিতে সংরক্ষিত ডিম থেকে বাচ্চাগুলো ফুটানো হয়। কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কোডেক নেচার এন্ড লাইফের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, হোয়াইক্যং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী, হোয়াই্ক্যং রেঞ্জর আওতাধীন পিপলস ফোরামের সভাপতি নুরুল আমিন সিকদার, নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী ও শরিফুল আলম তুহিন এবং সাইট ফ্যাসিলিটেটর মোঃ শাহাব উদ্দিন ও লিয়াকত আলী প্রমুখ।

উল্লেখ্য যে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের ছেপটখালী কাছিম হ্যাচারিতে এই পর্যন্ত ৪১টি কাছিমের বাসা থেকে ৪৪৭৮ টি ডিম সংগ্রহ র্পুবক সংরক্ষিত করা হয় এবং আজ পর্যন্ত ৩৬০ টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।