সংবাদ বিজ্ঞপ্তি : ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া টেকনাফ শাখার উদ্যোগে সংগঠন এর সদস্য পপুলার ফার্মা র প্রতিনিধি মোহাম্মদ আবসার এর বাইক এক্সিডেন্ট করে দীর্ঘ ২ মাস যাবৎ হাসপাতালে শয্যাশায়ী। এই অবস্থায় পাশে দাড়িয়েছে ফারিয়া সংগঠন। ক্ষতিগ্রস্ত আবসারের পাশে দাড়িয়েছে টেকনাফ ফারিয়া, টেকনাফ ফারিয়া র পক্ষ হতে অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান বলেন “ক্ষতিগ্রস্ত আবসার এর প্রতি আরো কিভাবে সহায়তা করা যায় এ বিষয়ে পপুলার ফার্মার কর্তৃপক্ষ এর সুদৃষ্টি কামনা করি “।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার এসোসিয়েশন চেয়ারম্যান শাহ আলম, কেন্দ্রীয় ফারিয়ার সহ অর্থ সম্পাদক নুরুল কবির, বিভাগীয় ফারিয়ার কার্যকরী সদস্য জামাল হোসাইন, টেকনাফ ফারিয়া র ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার কামাল, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহসভাপতি মিরাস উদ্দিন, সহসভাপতি খালেক সর্দার, সভাপতি আবদুর রহমান প্রমুখ।
