জমি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

অনলাইন ডেস্ক :
জায়গা-জমির ব্যবসার আড়ালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন বাবুল মিয়া (৩৮) নামের এক যুবক। দীর্ঘদিন এভাবে চললেও অবশেষে ধরা পড়েছেন বাকলিয়া থানা পুলিশের হাতে।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজারস্থ ওভার পাসের নীচে বাবুল মিয়াকে তল্লাশি করা হয়।

এসময় দৌঁড়ে পালানোর চেষ্ঠা করলে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জায়গা-জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্ততা করে বলে জানায়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন ধরে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায়।

এসময় তার দেহ তল্লাশি করে ২টি পলিজিপার (বায়ুরোধক) ব্যাগের ভিতর রাখা সর্বমোট পাঁচশ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বাবুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।