লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি টেকনাফের নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সমুহ পরিদর্শন করেন। এসময় তিনি মিয়ানমার সরকারের বিভিন্ন বাহিনীর হাতে নির্যাতন-নিপীড়নের শিকার রোহিঙ্গাদের কথা শুনেন। এরপর ক্যাম্প প্রশাসন ও এনজিও সংস্থার লোকজনের সাথে বৈঠকের পাশাপাশি সীমান্ত এলাকাও পরিদর্শন করেন তিনি।
বুধবার ২২ফেব্রুয়ারী সকাল পৌনে ৯টারদিকে ৫দিনব্যাপী বাংলাদেশ সফরের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি প্রতিনিধি দল নিয়ে টেকনাফের হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শনে আসেন। তিনি রোহিঙ্গাদের দিনযাপন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। এরপর তিনি মিয়ানমারের কেয়ারিপ্রাং, জাম্বনিয়া, বড় গউজিবিল, ছোট গউজিবিল, বুড়া সিকদারপাড়া, নাগাকুরা ও ওয়াবেক গ্রাম হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসা ২৪ জন রোহিঙ্গা নারী-পুরুষের সাথে প্রায় দু‘ঘন্টাব্যাপী কথা বলেন।
ওয়াবেক গ্রামের দিল মোহাম্মদ ও শফিউর রহমান জানান, রাখাইনে কিভাবে নির্যাতিত হয়ে তারা স্বদেশ ত্যাগ করেছেন সেসম্পর্কে বিশেষ দূতের কাছে বর্ণনা দেন।
পরে পৌনে ১টারদিকে তিনি প্রধান সড়ক হতে মিয়ানমার সীমান্ত দর্শন করেন। এরপর তিনি নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলামের সাথে কথা বলেন। দুপুর ২টারদিকে তিনি সেখান থেকে বের হয়ে জাদিমোরার রোহিঙ্গা অধ্যূষিত এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশের পয়েন্ট সমুহ সরেজমিন ঘুরে দেখেন। এসময় সফর সর্ঙ্গী সিনিয়র সহকারী সচিব বাকি বিল্লাহ ছাড়াও টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ, এনজিও সংস্থা আইওএম প্রতিনিধিবৃন্দসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিকাল সাড়ে ৪টারদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।