টেকনাফের প্রথম বেসরকারী উন্নয়ন সংস্থা “শেড” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা (৮০) আর নেই।
তিনি আজ রাত সাড়ে দশটার দিকে কক্সবাজারের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি … রাজেউন)
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারিরীক অসুস্থতায় ভোগছিলেন। চিকিৎসার পর কিছুটা অবস্থার উন্নতিও ঘটে। এর মাঝেই আজ রাতে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার নজির আহমদ সওদাগরের পুত্র।
মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন সহকর্মী গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে আত্মীয় শুভাকাংখীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
শেড পরিবার তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি ১৯৮৯ সালে টেকনাফে বেসরকারী উন্নয়ন সংস্থা শেড প্রতিষ্ঠা করেন এবং এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানে টেকনাফ সহ সারাদেশের বহু শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে নারীদের উন্নয়ন- অগ্রযাত্রা ও কর্মসংস্থানে শেড অনন্য ভুমিকা পালন করে।