দুই মাইলফলকের সামনে মুশফিক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

স্পোর্টস ডেস্ক :
ভারতের বিপক্ষে হায়দরাবাদে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

এই টেস্টে দুটি মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের।

টেস্টে ৩ হাজার রান ও ১০০ ডিসমিসালের সুযোগ রয়েছে মুশফিকের সামনে। ৫১ টেস্টে ২ হাজার ৯২২ রান করেছেন মুশফিক। আর ৭৮ রান করতে পারলেই চতুর্থ কোনো বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এ ডান-হাতি ব্যাটসম্যান।

মুশফিকের আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

অন্যদিকে ৫১ টেস্টে ৯২টি ডিসমিসালের মালিক মুশফিক আর মাত্র ৮টি ডিসমিসাল করতে পারলেই একমাত্র বাংলাদেশী উইকেট রক্ষক হিসেবে টেস্টে ১০০ ডিসমিসালের মালিক হবেন।