মরিচ্যা যৌথ চেকপোস্ট ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিতে আটক করেছে বিজিবি।
আজ সকাল সাড়ে ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানতে পারে যে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিক্সা করে ইয়াবা পাচার হচ্ছে। পরবর্তীতে নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে টেকনাফ-কক্সবাজর মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিক্সা (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) তল্লাশী করা হলে তল্লাশীকালীন সিএনজির চালক মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত নরুল ইসলাম , গ্রাম-ডেঙ্গাপাড়া, পোস্ট- কুরুলিয়া, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার এর আচরণ সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশী করা হয়। তার নিকট হতে কিছু পাওয়া যায়নি বিধায় পরবর্তীতে সিএনজিটি পূঙ্খানুপূঙ্খ তল্লাশী করা হয় এবং সিএনজির ভিতরে যাত্রী বসার ছিটের পিছনে বিশেষভাবে লুকায়িত অবস্থান ০৭ (সাত) প্যাকেটে ৭০,০০০ (সত্তর হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ ইয়াবা ও অটোরিক্সাসহ ধৃত পাচারকারীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।