নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উপলক্ষে চকরিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদোগে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৯২ জন মহিলার মাঝে বস্ত্র বিতরণ করা যায়।
চকরিয়া উপজেলা সেচ্ছসেবক লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সস্পাদক বাবলা দেবনাথ এর নেতৃত্বে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
সোমবার ৮ শে আগস্ট সকালে চকরিয়া কােরক বিদ্যাপীঠ স্কুল মিলাতয়নে পবিত্র দোয়া মাহফিল ও দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন।

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সস্পাদক জামাল উদ্দিন জয়নাল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রভাব শালী সদস্য
পরিমল বডুয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক বাবলা দেবনাথ, সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও উপজেলার অধীন সকল ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##
