নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুন উদ্দিনের তত্তাবধানে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়া শিক্ষার্থীরা রংয়ের তুলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি, শহীদ মিনার ছাড়াও মুক্তিযুদ্ধধর্মী বিভিন্ন ক্যাটাগরীতে চিত্রাঙ্গন করেন। প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার আরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার ও সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু।
প্রতিযোগিতা শেষে এদিন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মুজিববর্ষ উপলক্ষে এক আলোচনা সভা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা যুবলীগের সহসম্পাদক মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার ও সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। #