কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে বিজিবি জওয়ানরা নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ১২ হাজার ৯৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় ৪ মিয়ানমার নাগরিকসহ ৯ জনকে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ২৯ মার্চ বুধবার ভোর রাতে হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে হেচছার খাল সংলগ্ন নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। এসময় একদল পাচারকারীকে আটক করে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ১২ হাজার ৯ শ ৭৩ পিচ ইয়াবা উদ্ধার করেন।
যার আনুমানিক মূল্য আটত্রিশ লক্ষ একানব্বই হাজার নয়শত টাকা। এছাড়া পাচারকারীদের কাছ থেকে ৯ টি মোবাইল ফোন, হাতঘড়ি ও চার হাজার দুইশত টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামীদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক ও অবৈধ অনুপ্রবেশের পৃথক আইনে মামলা দায়ের করেছে বিজিবি। ধৃতরা হচ্ছে মিয়ানমারের মংডু নাইটারডেইল এলাকার মোঃ আবু হাই, মোঃ আমানুল্লাহ, সিকদার পাড়ার মোঃ রহিম, দলিয়াপাড়ার মোঃ জাকারিয়া, জাম্বুনিয়ার মোঃ নূর কবির, মইন্যাপাড়ার সাইফুল ইসলাম, শফিক আলম, মংডু গ্রামের মামুনুর রশিদ, দিলকায়াজ।
ধৃত বাংলাদেশীরা হচ্ছে পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ সেলিম, নাইট্যংপাড়া এলাকার মোঃ আব্দুলের ছেলে মোঃ সাইফুল ইসলাম মোঃ আক্তারের ছেলে মোঃ আরমান, কালা হোসেনের ছেলে হাফেজ আহমদ ও হাবিবুর রহমান মোঃ সাইফুল।
এ ঘটনায় ধৃত ১৪ জন সহ নাইট্যংপাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মোঃ শফিকুল্লাহ ও আব্দুল হালিমের ছেলে মোঃ আব্দুল আমিন পলাতক আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজিবি ২ ব্যাটালিয়ন উপ পরিচালক আব্দুল্লাহিল মামুন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
