টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২লাখ ৬০হাজার ইয়াবা ও ১কেজি আইস উদ্ধার

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১০ মাস আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২লাখ ৬০হাজার ইয়াবা ও ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানায়,গতকাল ১লা নভেম্বর রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের জওয়ানেরা আচারবুনিয়া এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলী অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ৪জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে পৌনে ২কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে গেলেও চোরাকারবারীরা অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের উদ্ধার করে। পরে ব্যাগ খুলে গণনা করে ২লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে রাত সাড়ে ৮টারদিকে শাহপরীরদ্বীপ বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের জওয়ানেরা জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে মায়ানমার হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এবং জিও ব্যাগের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে জালিয়াপাড়া বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহলদল তাকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন সে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে মাদক চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৬০হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,পৃথক ২টি অভিযানে পালিয়ে যাওয়া চোরাকারবারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাদক পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###