মোঃ আবছার কবির আকাশ : টেকনাফ বাহারছড়ায় পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে বাহারছড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ২ কাঠুরিয়া হচ্ছে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ, আলী আকবরের ছেলে আব্দুল হাফেজ।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, দুপুরেই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা রহমত উল্লাহ ও আব্দুল হাফেজকে পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে সেখান থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তরা। এ খবর পুলিশের কাছে আসলে বাহরছড়া ফাড়িঁর ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
