সাদ্দাম হোসাইন : চকরিয়ায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩৮০০গ্রাম গাঁজা পাচারকালে রোহিঙ্গা নারীসহ হ্নীলার আরো দুইজন পাচারকারীকে আটক করেছে।
১রা এপ্রিল (শুক্রবার) দুপুর পৌনে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য পাচারের সংবাদ পেয়ে চকরিয়া নতুন বাসষ্টেশন সংলগ্ন রাস্তায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা দক্ষিণ আলীখালীর মৃত মোহাম্মদ সৈয়দের পুত্র মোঃ আইয়ুব (১৯), মোচনী পাড়ার মৃত আব্দুল আমিনের পুত্র নুরুল আমিন (১৯) এবং নয়াপাড়া মোচনী ক্যাম্পের এস-ব্লকের তাহেরের স্ত্রী খাদিজা বেগম (৩০) কে একটি ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৩হাজার ৮শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত মাদক পাচারকারীদের চকরিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###
