কাব্যে সূরা বাক্বারা [ ভাবানুবাদ ]

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-০৩
**************
[ আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ]
**************************
সৃজন করে জ্বীন-ইনসান
পাঠান তিনি সংবিধান –
চিরন্তন ও শাশ্বত গ্রন্থ
ঐশীবাণী আল-কুরান।

খোদা ভীরুতা যে অন্তরে
বলে তাদের মুত্তাকী –
সুন্দর এ ভবে তারাই হবে
হুসনুল আখলাকী।

মহান আল্লাহর ঘোষণা
হবে মুত্তাকী সে জন –
অদৃশ্য বিষয়ের উপর
ঈমান আনে যে জন।

প্রতিষ্ঠা যে করে নামায
আল্লাহর নির্দেশ মতে –
করবে ব্যয় তাঁরি পথে
তাঁরই প্রদত্ত রুযি হতে।
*********************( চলবে)