কর্মহীন দরিদ্র মানুষের দুয়ারে খাদ্যের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছেন কুতুবদিয়ার ওসি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
কুতুবদিয়া উপজেলা এখনো করোনা মুক্ত। তাই কুতুবদিয়া থানা পুলিশ ও আছে কঠোর অবস্থানে। তেমনি কর্মহীন মানুষের পাশে আছে অভিভাবকের মত। এর জন্য ত্রাণ নিয়ে কর্মহীন মানুষের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে কুতুবদিয়া থানা পুলিশ। সরকারি- বেসরকারি ত্রাণ কার্যক্রম থেকে বাদ পড়া কর্মহীনদের মাঝে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে প্রতিদিন।

তারই কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার ০২ মে বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকায় খবর নিয়ে কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওসি মুহাম্মদ দিদারুল ফেরদাউস।

এর আগে শুক্রবার সকালে কৈয়ারবিল ইউনিয়নের কয়েকটি গ্রামের ২০০ পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরন করা হয়। এতে সার্বিক সহযোগীতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম।।

মাহে রমজানে কর্মহীন মানুষের অভাব অনটন অবস্হায় খাদ্য সামগ্রী পেয়ে দরিদ্র পরিবারগুলো শুকরিয়া কামনা করছে। শ্রমজীবি কর্মহীন মানুষ যাতে অনাহারে না থাকে সেই লক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ওসি মুহাম্মদ দিদারুল ফেরদাউস জানান।

  • কুতুবদিয়া