টেকনাফ টুডে ডেস্ক : সাভারের আশুলিয়ায় বিভিন্ন দোকানে চাঁদাবাজি করার সময় পুলিশের তিন ভুয়া সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দক্ষিণ সোনাগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে বাবু হোসেন (৩৪), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউলাদবাড়ী গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রবিউল ইসলাম (২০) ও কুষ্টিয়া জেলার সদর থানার হাটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে আরিফ (৩৫)।
স্থানীরা জানান, মঙ্গলবার রাতে একটি লেগুনা গাড়ি নিয়ে সাদা পোশাকে পাঁচজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন জানতে চান। একপর্যায়ে তারা গালিগালাজ করে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। এতে সন্দেহ হওয়ায় এলাবাসী তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা উত্তেজিত হয়ে এক দোকানিকে মারপিট করার চেষ্টা করেন। সেসময় ওই তিন চাঁদাবাজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজর আলী বাংলানিউজকে জানান, আটকরা ভুয়া পুলিশ পরিচয় দিলেও তারা মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।