টেকনাফ টুডে ডেস্ক : নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। সরকারি অনুদানের এই ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। বর্তমানে একই নির্মাতার ‘গণ্ডি’ ছবিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এর মধ্যেই জানা গেল, নতুন ছবির খবর।
সরকারি অনুদানের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপর্ণা। নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। এটি নির্মাণ করবেন হোসনে মোবারক রুমি।
দৈনিক আমাদের সময় অনলাইনকে নির্মাতা বলেন, ‘এরই মধ্যেই “অন্ত্যেষ্টিক্রিয়া” ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তার সঙ্গেও আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। ছবির অন্যান্য শিল্পীদের নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
নির্মাতা আরও জানান, ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির গল্প। আগামী মাস থেকে এর শুটিং শুরু হবে।
এদিকে, ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ১৪ ছবির বিরুদ্ধে রুল জারি করেছেন উচ্চ আদালত। অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে গত ১৬ জুলাই রিট আবেদন করেন চার নির্মাতা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অদ্রি হৃদয়েশ, সুপিন বর্মণ এবং খন্দকার সুমন।
এই সময় ছবির কাজ শুরু করা ঝুঁকিপূর্ণ কিনা-জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘হয়ত ঝুঁকিপূর্ণ। কিন্তু ছবি তো করতে হবে। আইনের প্রতি আমার সম্মান আছে। যদি আমার ছবিটা অনুদান প্রজ্ঞাপন থেকে বাদ যায়, তাহলে নতুন প্রযোজক নিয়ে কাজটি করবো।’