শামলাপুর ৪শতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক: টেকনাফ বাহারছড়া শামলাপুর হোয়াইক্যাং রেঞ্জা বন বিভাগের আওতাধীন কালো হাজি নামক এক ভিলেজারের ৪শতাধিক ফলদায়ক গাছ কেটে ফেলেছে বন বিভাগ।এনিয়ে বাজারে রাস্তা অবরোধ করেছে ভুক্তভুগীরা। তাদের অভিযোগ বন বিভাগের কর্মকর্তরা ১লাখ টাকা দাবি করে তা দিতে না পারায় মূলত ৪ বছর বয়সী ফলদায়ক আম বাগান কেটে ফেলা হয়।

শনিবার(১০জুলাই) সকাল ১১টারদিকে শামলাপুর করোনা হাসপাতালের পূর্ব দিকে বিট অফিসার ফেরদৌস আহমেদের নেতৃত্বে বন বিভাগের জমিনে রোপণকৃত ৪শতাধিক আম গাছ কেটে ফেলা হয়। পরবর্তীতে ভুক্তভুগীরা শামলাপুর বাজারে প্রতিবাদ জানিয়ে কাটানো গাছ রাস্তার উপর রেখে অবরোধ করেন।পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে সংশ্লিষ্ট মনতলিয়ার বিট অফিসের বিট কর্মকর্তা ফেরদৌস আহমেদ সাথে যোগাযোগ করেল তিনি বলেন,সরকারি জায়গায় জবরদখল মুক্ত করতে আমগাছ গুলো কাটা হয়েছে। বন বিভাগের জমিনে ফলদায়ক গাছ লাগানোর নিয়ম নেই বলেও জানান।