টেকনাফে ঈদের দিনেও ইয়াবার চালান পাচার : র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়, গত ২২ আগষ্ট দুপুর পৌনে ২টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প-১ এর একটি আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ ৮০পিস ইয়াবা বড়িসহ হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মৃত ছৈয়দ আলমের পুত্র রাসেল (২০) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে অবৈধভাবে মাদক জাতীয়দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মাদক দমনে এত আইন-শৃংখলা বাহিনীর অভিযানের মধ্যেও কারা এই দরিদ্র পরিবারের সন্তানদের ব্যবহার করে আসছে তা তদন্ত স্বাপেক্ষে খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবী উঠছে।