জসিম উদ্দিন টিপু : আগামী ২৫জুলাই হ্নীলা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ হলরোম মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সুপার ভাইজিং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস,এম শাহাদাত হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম। এতে হ্নীলা ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ৯টি ওয়ার্ডের ৬৩টি কক্ষের ৯জন প্রিজাইডিং, ৬৩জন সহকারী প্রিজাইডিং এবং ১শ ২৬জন পোলিং এজেন্টগণ অংশ-গ্রহণ করেন।
আগামী ২৫ জুলাই হ্নীলা ইউনিয়ন পরিষদের ২৫হাজার ২শ ৩জন ভোটার উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন সম্পন্ন করেছে। ভোটের দিন হ্নীলায় ইতিমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম সকল ভোটারদের ভোটে অংশ-গ্রহণের আহবান জানান। এছাড়া ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টিমের পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর বিশেষ টহল নিয়োজিত থাকবে। কোন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার অথবা অনৈতিক কর্মকান্ড ঘটাতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। ###