হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২ কেজি আইসসহ পেশাদার এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১৭ জানুয়ারী সকাল ১০টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউপির জাদিমুরা বাজার শেল্টার এন্ড সাইট ডেভেলপমেন্ট ইউনিটের সামনে একজন মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে জাদিমোড়া জিঞ্জিরা পাড়ার মৃত নজির আহমদের পুত্র খাইরুল বশর (৩২) কে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত খাইরুল বশরকে জিজ্ঞাসাবাদে সে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে ক্রিস্টাল মেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। পরে তার হেফাজত হতে ২কেজি আইস উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আইসসহ গ্রেফতারকৃ মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###