হলদিয়াপালং এম.কে.কে ব্রিকফিল্ড নিয়ে সর্তকীকরণ বিজ্ঞপ্তি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আমি ১মপক্ষ বিক্রেতা : মোঃ মোশারফ হোসেন , পিতা-আবুল বাশার, সাং-ছয়ছিলা, ডাকঘর-লোধপাড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। স্বত্তাধিকারী, এম.কে.কে ব্রিকফিল্ড, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার। হাল সাং-বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, জেলা-কক্সবাজার।

২য়পক্ষ ক্রেতা : মিজানুর রহমান, পিতা-আলহাজ¦ মোঃ হোছাইন মেম্বার, সাং-ইকরা বীচ হোটেল, কলাতলী রোড, কক্সবাজার পৌরসভা, জেলা-কক্সবাজারসহ অপর ৩জনের গং।

আমি ১মপক্ষ বিক্রেতা আমার মালিকানাধীন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের এম.কে.কে ব্রিকফিল্ডটি বিক্রয় করার জন্য ২য়পক্ষ ক্রেতা গংয়ের সাথে গত ১৮/০৭/২০২১ইং কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ৯৮৬নং বিক্রয় রশিদমূলে চুক্তি সম্পাদন করা হয়েছে।

এই ব্রিকফিল্ডের ইট ক্রয় সংক্রান্ত কারো সাথে কোন ধরনের লেনদেন থাকিলে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৩ (তিন) দিনের মধ্যে নিম্মস্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। নির্দিষ্ট সময়ের পর কোন ধরনের অভিযোগ আইনত গ্রহণযোগ্য হবেনা।

নিবেদক :
মোঃ মোশারফ হোসেন
মোবাইল নং-০১৭১৫-০৭৭১২৬

( বি: দ্র:- করোনাভাইরাসজনিত কারণে স্থানীয় পত্রিকা সাময়িক বন্ধ থাকায় অনলাইনে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল : পরে পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।) ###