সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ প্রতিনিধি :
সেন্টমার্টিন দ্বীপে প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ সভাটি সেন্টমার্টিন দ্বীপ ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ০৮ মার্চ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও টেলিফোনে রেডিও নাফের প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে বলেন, প্রত্যেক এলাকায় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া জেটি থেকে শুরু করে যতদূর পর্যন্ত মূল দোকানের সামনে ছোট ছোট অবৈধ স্থাপনা তৈরী করে বাড়ানো হয়েছে সেগুলো পর্যটক ও দ্বীপের স্বার্থে সরিয়ে ফেলা হবে। আর বীচসহ প্রত্যেক দোকান ও হোটেলের সামনে অবশ্যই ঝুড়ি রাখতে হবে। এই সময় সচেতনমহল বলেন, এটি একটি সুন্দর উদ্যোগ ও দ্বীপবাসীর জন্য একটি সুখের সংবাদ। তাই আমরা ইউএনওকে ধন্যবাদ জানাই। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউএনও মোহাম্মদ শফিউল আলম। অন্যান্যদের মধ্যে সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাহমান, আব্দুর রব, আবু বক্কর মেম্বারসহ অন্যন্য মেম্বারগণ, সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ স্টেশনের সেন্টমার্টিন প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হোটেল ও দোকান মালিকগণ, বীচ কর্মীরা, প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
