টেকনাফ টুডে ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছেছেন।
শনিবার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে সাতক্ষীরায় পৌঁছান তিনি।
সেখানে মোদি ঐতিহ্যবাহী মন্দিরটিতে পূজা দিয়েছেন। সেখানে তিনি ৩০ মিনিটের মতো থাকবেন। এরপর হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা দেবেন।
সকাল ১১টার দিকে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সেখান থেকে মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। তিনি ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন। এরপর দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন।
সন্ধ্যায় নরেন্দ্র মোদি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন।
