সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ এর পিতার ইন্তেকাল ও দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক বাবুল মিয়া মাহমুদ এর পিতা সাবেক মেম্বার পেঠান আলী (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে….রাজিউন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মরিচ্যা পাগলিরবিল নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়েসহ আত্বীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। ১ ডিসেম্বর বিকাল ৩ টায় মরিচ্যা পাগলির বিল কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। জানাযায় শোকাহত মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন, দৈনিক হিমছড়ি সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, টেকনাফ উপজেলা সাবেক ভাইসচেয়ারম্যান এইচ.এম ইউনুছ বাঙ্গালী, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ফজলুল করিম সিকদার, উখিয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এম. আবদুল হক, এডভোকেট মো: সালাহ উদ্দিন, মো: হুমায়ুন কবির চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঠিকাদার সাখাওয়াত হোসেন, সাবেক মেম্বার প্রবীন মুরব্বী মেহের আলী মিয়া চৌধুরী, মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটির সভাপতি আবদুল গফুর চৌধুরী, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইসলাম মেম্বার, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এম, মনজুর আলম, ২নং ওয়ার্ডের মেম্বার আলী আহমদ, সাবেক মেম্বার উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইফুল্লাহ সিকদার সাইফুল, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম ফরিদ আলম, মরিচ্যাপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, জহিরুল হক, উপজেলা বিএনপি নেতা ডা: নাছির উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জানাযায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ সাহেদুল ইসলাম।
এদিকে মরহুম পেঠান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
উখিয়া উপজেলা বিএনপির শোক :
উখিয়া উপজেলা যুবদলের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক বাবুলমিয়া মাহমুদের পিতা হলদিয়াপালং ইউনিয়নের সাবেক মেম্বার, সমাজ সেবক পেঠান আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুল ইসলাম লিকসনসহ নেতৃবৃন্দ। উপজেলা নেতৃবৃন্দদ্বয় মরহুম পেঠান আলী মেম্বারের মৃতদেহ দেখতে পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানান।