খোঁজ নিয়ে জানা গেছে, গত ১বছরে ১নং ওয়ার্ডে যে কাজগুলো সম্পন্ন করা হয়েছে তার মধ্যে ৭ টি মাটির রাস্তা, ৫ টি ইটের রাস্তা, ২টি কালভার্ট, ১টি ব্রীজ, ৩টি গাইড ওয়াল ও ২টি মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। প্রতিটি কবরস্থান পরিষ্কার, বাজার পরিষ্কার করা সহ মাটি দিয়ে সংস্কার করা হয়েছে। এছাড়া ৬৯৪ জন মহিলা কে ৩০কেজি চালের কার্ড, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০ পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এছাড়া তার আগের বছরে ১নং ওয়ার্ডে ৯টি মাটির রাস্তা হয়েছে। ৪টি ইটের রাস্তা, ৪টি বাঁশের সাঁকো, ২টি কালভার্ট নির্মাণ, ১টি খাল পুনঃখনন করা হয়েছে। ১১টি গভীর নলকূপ করা হয়েছে। ২টি সড়কের পার্শ্বে গাছের চারা রুপন করা হয়েছে।