টেকনাফ টুডে ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২২ জনের মৃত হয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।
এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২২ জনের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। বাকি ১৬ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। এদের মধ্যে একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
মৃতদের মধ্যে ১০ জন নারী এবং ১২ জন পুরুষ। তাদের ১৪ জন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের একজন, নওগাঁর পাঁচজন, ঝিনাইদহ জেলার একজন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, নয়জন ষাটোর্ধ্ব, চারজন পঞ্চাশোর্ধ্ব, চল্লিশোর্ধ্ব চারজন, দুজন ত্রিশোর্ধ্ব, তিনজন ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে।
রামেক হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৬ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬২ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
