সংবাদ বিজ্ঞপ্তি : সেবায় ব্রতী হই, মানসিক রোগীদের পাশে রই” এই শ্লোগানকে বুকে ধারণ করে আজ ১০ই মার্চ ২০২০ইং পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল মারোত এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। সেন্টমার্টিনের হোটেল ফ্যান্টাসি এর সন্মেলন কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শুরুতেই বিভিন্ন ধর্মগ্রন্থের বাণী থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এর পরপরই এক বর্নাঢ্য শোভাযাত্রা সেন্টমার্টিন এর অলিগলি প্রদক্ষিণের মধ্য দিয়ে মারোত এর কার্যক্রম সম্পর্কে সেন্টমার্টিন বাসী তথা উপস্থিত পর্যটকদেরকে সচেতন করা হয়। দ্বিতীয় পর্বে মারোত সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক রিপোর্ট পাঠ করেন সংগঠন এর সাধারণ সম্পাদক রাজু পাল। মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়ার সঞ্চালনায় এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা ও টেকনাফ সরকারি কলেজর সহকারি অধ্যাপক সন্তোষ কুমার শীল, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মারোতের সহসভাপতি পল্লী চিকিৎসক বাবু ঝুন্টু বড়ুয়া। বক্তব্য রাখেন রুহুল কাদের কুতুবী, হারুন রশীদ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মাজেদ প্রমুখ। প্রতিবারের ন্যায় ২০১৯ সালের নির্বাচিত শ্রেষ্ঠ সংগঠক মারোতের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়াকে পুরস্কৃত করা হয়। অনুপ্রেরণার অংশ হিসেবে এই পুরস্কার মারোত এর কর্মকান্ডকে অগ্রসর করবে । অনুষ্ঠান শেষে সেন্টমার্টিনের মানসিক রোগীর মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তৃতায় সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান বলেন ”
“ঐক্য – ভাতৃত্ব – সহমর্মিতা এবং সংগঠন…মানসিক রোগীদের তহবিল মারোত এর প্রতিটি সদস্য খুবই আন্তরিক এবং কেউ কাউকে হারাতে চায়না। এটাই বন্ধন, এটাই ভালবাসা। নিজ অবস্থান থেকে অন্যের প্রতি ভালবাসা, সন্মান আর ভ্রাতৃত্ববোধ প্রদর্শন করাটাই মূল্যায়ন। আমরা কেউই এখানে নিজের যোগ্যতা প্রমাণের জন্য আসিনি, কেউ এখানে নিজের সামর্থ্যের পাবলিসিটি করতে আসিনি। সকলেই আমরা অহংকার মুক্ত।
সাবাস বন্ধুরা। এই মানসিকতা অটুট থাক। বন্ধুরা তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইলো।
আমরা আসলেই খুব ভাল বন্ধু এবং সংগঠন এর জন্য যে কোন সার্থ ত্যাগ করতে প্রস্তুত ।এগিয়ে যাক অসংখ্য অসহায় মানসিক রোগীদের কল্যাণের প্রত্যয়ে”।