বাফুফে নির্বাচনে নতুন মেয়াদে বিজয়ী পরিষদকে চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদীর অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে নতুন মেয়াদে ২০২০ চতুর্থবার নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন, চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত আবদুস সালাম মুর্শেদী এমপি এবং সহ-সভাপতি নির্বাচিত কাজী নাবিল আহমদ এমপি, বসুন্ধরা কিংসের ইমরুল হাসান ও তমা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভুইঁয়া মানিক সহ বিজয়ী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাফুফের এ নির্বাচন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি।
এদিকে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনার পর এক বিবৃতিতে বাফুফের নির্বাচনে বিজয়ী সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি এবং নির্বাচিত সহ-সভাপতি কাজী নাবিল আহমদ এমপি, বসুন্ধরা কিংসের ইমরুল হাসান ও তমা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভুইঁয়া মানিক সহ বিজয়ী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, অতীতের মতো বাফুফের সভাপতি সালাউদ্দিনের হাতধরে কক্সবাজার জেলা ফুটবলকে তৃনমুল জনপদে বিকশিত করতে কাজ করবো। জেলাজুড়ে ফুটবল খেলায় নতুন জাগরণ তৈরী করবো। সবধরণের উদ্যোগে সাথে থাকার সম্মতি জানিয়ে বাফুফের সভাপতি সালাউদ্দিন ভাই ও সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি কক্সবাজার জেলা ফুটবলকে আরো জনপ্রিয় করতে এবং এই অঞ্চল থেকে তারকা ফুটবলার তৈরীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। #