বাংলাভিশনের দিন প্রতিদিনে রিজভী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন ‘দিন প্রতিদিন’-এ অতিথি হিসেবে থাকবেন লেখক, গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী। অনুষ্ঠানে তিনি চলতি বছরের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার ৭ম গ্রন্থ ‘যে শহরে প্রেম নেই’ প্রসঙ্গে বলবেন। এছাড়া তার সা¤প্রতিক অন্য কাজের বিষয়েও দর্শক- শ্রোতাদের জানাবেন। উপস্থাপকের সঙ্গে কথোপকথনে সংস্কৃতি অঙ্গনের সমসাময়িক বিভিন্ন বিষয়ও উঠে আসবে। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আসিন জাহান। আর অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ৬ এপ্রিল সকাল ৮-৩০ মিনিটে।