বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আমজাদ হোসেন স্মরণে মিলাদ মাহফিল খতমে কোরআন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আমজাদ হোসেন স্মরণে গতকাল শুক্রবার চকরিয়া উপজেলা আওয়ামীলীগে উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল, মেজবান আয়োজন করা হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগ সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ অংশগ্রহন করেন। উপজেলা পরিষদস্থ মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেজবানে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। তাঁর আগে সকলে বিশেষ মোনাজাতে অংশনেন।
মেজবান উপলক্ষে আগেরদিন রাতে এবং শুক্রবার খাবার বিতরণ কার্যক্রম তদারক করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এবং চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আমজাদ হোসেনের মেজবানে অংশনেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এইচএম সালাহউদ্দিন মাহমুদ, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, রফিক আহমদ বিএ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, প্রচার সম্পাদক মোহাম্মদ মুছা, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, পরিমল বড়–য়া, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক হাজি জালাল উদ্দিন, আবদুল হামিদ, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল প্রমুখ। এছাড়াও মেজবানে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং সকল ইউনিয়ন কমিটির নেতাকর্মী, চকরিয়া পৌরসভা এবং মহিলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, পেশাজীবি, নানা শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।