বন্ধ হলো টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহি জাহাজ চলাচল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

করোনা প্রভাব এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না। (১ এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে সকল পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ জানান, ‘বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই রুটে জাহাজগুলোর চলাচলের অনুমতি শেষ।’

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘করোনা প্রার্দুভাব এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দ্বীপে সকাল থেকে পর্যটক স্পর্টগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদিও দ্বীপে কোন পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে আমরা সহতায় করব।’

তিনি জানান, ‘যে-কয়েকদিন যাবৎ করোনা প্রভাব থাকবে, ততদিন এই রুটের পর্যটবাহি জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশপাশি প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৮ দফা নির্দশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।’

জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের কোন জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছে তাদের ফেরত আনা হয়েছে।’