এম.জিয়াবুল হক : বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের অধীন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযানে অবৈধ বালু উত্তোলনকালে ১০টি সেলো মেশিন জব্দের পর ধ্বংস করা হয়েছে। গুড়িয়ে দিয়েছে বেশকিছু সরঞ্জামাদি। বৃহস্পতিবার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার দাঙ্গারবিল বালু পয়েন্টে এ অভিযান চালানো হয়।
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্বাবধায়ক মো.মাজহারুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজার উত্তর বনবিভাগ এবং চকরিয়া সহকারী কমিশনার ভুমির যৌথ অভিযানে পার্ক সংলগ্ন দাঙ্গাঘাট এলাকার ১০ টি বালু উত্তোলনে ব্যবহৃত সেলো মেশিন ও পাইপ জব্দের পর ধ্বংস করা হয়।
তিনি বলেন, এর আগে গত ৮ ফেব্রয়ারী একই এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ডজনাধিক বালুর মেশিন ধ্বংস এবং বিপুল পরিমাণ পাইপ ও বালু উত্তোলনের সরঞ্জামাদি গুড়িয়ে দেয়। একইভাবে গত ৩ মার্চ সাফারি পার্কের পাশে ফাকিরাখোলা এলাকায় অভিযান চালিয়ে বালুর মেশিন ধ্বংস করার কথা জানান পার্ক তত্বাবধায়ক মাজহারুল ইসলাম।
অপরদিকে সাফারি পার্ক এলাকা সংলগ্ন ডুলাহাজারা পাগলিরবীল বালু পয়েন্টে অভিযান না থাকায় ভাবিয়ে তুলছে স্থানীয়দের। এ পয়েন্টের খুটাখালী ও মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের প্রায় একশ একর বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস হচ্ছে।
স্থানীয় সুত্রে অভিযোগ উঠেছে, এই বালু পয়েন্টে উপজেলার অভিযানের খবর সোর্সের মাধ্যমে অগ্রিম পেয়ে যায়। বিগত সময়ের ছোটখাট কিছু অভিযান চললেও ক’দিন নিরাপদ দুরত্বে অবস্থানে থেকে জড়িতরা জনপ্রতিনিধি, বনবিভাগের কর্মকর্তা অথবা সরকার দলের শীর্ষ নেতাদের শরণাপন্ন হয়ে পুনরায় বালু উত্তোলন চালায়। মুক্তিযোদ্ধাদের নিয়ে খুটাখালী বনবিটের সামাজিক বনায়নে বালু উত্তোলনে গাছশুন্য হয়ে পড়ছে। ##