টেকনাফ স্থল বন্দরে ২১০ টি মিয়ানমারের মোবাইল সীম সহ ৩ রোহিঙ্গা আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সামী জাবেদ, টেকনাফ :
টেকনাফ স্থল বন্দরে মিয়ানমারের ২১০টি মোবাইল সীম কার্ডসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থল বন্দরের গেইট থেকে তাদেরকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ধৃতরা হচ্ছে মিয়ানমার মংডুর নুর আলমের ছেলে নুর হাসান(২৪), উখিয়ার থাইংখালী জামতলী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. শরীফের ছেলে রবি আলম(১৯) ও টেকনাফের মোচনী শিবিরের হোছনের ছেলে সলিম(২৫)।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থল বন্দরের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকালে স্থল বন্দরের ফটক অতিক্রমের সময় দায়িত্বরত গার্ডরা মোবাইল সীম কার্ডসহ মিয়ানমার থেকে আসা ট্রলারের শ্রমিক সলিমকে আটক করে। তার কাছে কিউএমপিটি নামের একটি মিয়ানমার কোম্পানীর মোবাইল সীম গুলো উদ্ধার করা হয়। এসময় সীম গ্রহন করতে আসা ফটকের বাহিরে অপেক্ষমান জামতলী শিবিরের বাস্তুচ্যুত রোহিঙ্গা রবি আলমকে আটক করা হয়। পরে উক্ত ট্রলার মাঝি নুর হাসানকে আটক করা হয়।
এসময় স্থল বন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা পুলিশে খবর দিলে থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
70421335 970699029941382 2655428444887711744 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা অবৈধভাবে দেশীয় মোবাইল সীম ব্যবহার করে নানা উস্কানীমূলক কর্মকান্ড ও মাদক পাচারের মতো কর্মকান্ডে জড়িয়ে পড়ায় বিটিআরসি সম্প্রতি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ সহ নানা উদ্যোগ গ্রহন করায় রোহিঙ্গারা মিয়ানমার সীম ব্যবহার করার করছে বলে জানা গেছে। এসব সীমের উচ্চ নেটওয়ার্ক সম্পন্ন হওয়ায় সহজে উভয় দেশের সীমান্তের অনেক ভিতরে কাজ করছে বলে জানা গেছে।