টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফসহ-ব্যবস্থাপনাকমিটি (সিএমসি)র সভাপতি শফিক মিয়ার সভাপতিতে ২৯ এপ্রিল মধ্যম হ্নীলা বিট অফিস সংলগ্ন মাঠে টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটি ও বনবিভাগের উদ্যোগে ও ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকো সিস্টেম্স এ্যান্ড লাইভলি হুডস (ক্রেল) প্রকল্প এর সহযোগিতায় এক গন সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আলী কবির।

বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব, হোয়াইক্যং সিএমসির সভাপতি আলমগীর চৌধুরী, ক্রেলের গ্রান্টস অফিসার হেলাল উদ্দিন আহমদ, টেকনাফ সাইট অফিসার মোজাহিদ ইবনেহাবিব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিমংখালী সরকারীপ্রাথমিক বিদ্যালয় প্রধানশিক্ষক মাষ্টার জাকারিয়া, বিট অফিসার মোঃআব্দুল মতিন সরকার, টেকনাফ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সামাজিক বনয়ান সভাপতি দেলোয়ার হোসেনদিলু, মাষ্টার আবুল হোসেন, শামসুলআলম, স্থানীয় মেম্বার ও যুবলীগ নেতা মোঃ শাহ আলম, মৌঃ আব্দু শুক্কুর প্রমূখ।

ক্রেলের এনআরএম সহায়ক নাজমুল আবেদীনের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মৌলানা নুর মোহাম্মদ।

গণ সচেতনতা মুলক সভায় সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণ, উপকার ভোগীদের দায়িত্ব ও কর্তব্য, পাহাড় ও গাছ কাটা বন্ধকরা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বন, পরিবশে ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

সভায় সামাজিক বনায়নের উপকার ভোগি, সিপিজি সদস্য, ভিলেজার উপস্থিত ছিলেন।