টেকনাফ উপজেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শাহীনশাহ, টেকনাফ:

বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা শাখার মূলতবি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ বিকাল ৩ টায় শাপলা চত্বরস্থ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় এই সভা হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল গনি, যুগ্ন সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক হারুনর রশিদ সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ গনি, দপ্তর সম্পাদক বদিউল আলম,শিক্ষা ও মানব সম্পাদক ফরিদুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নজির আহমদ সীমান্ত, সদস্য একরামুল হক কাউন্সিলর, আজিজুল হক, গোলাম আকবর, কামাল উদ্দিন বাচু, আবদুর রহিম লালু, নুর মোহাম্মদ, হোছন আহমদ মেম্বার,সাইফুল্লাহ কোম্পানী, মাহাবুব উল্লাহ, মোঃ ইসমাইল, বাহারছড়া ইউনিয়নের আহবায়ক নুরুল হক, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল করিম রাসেল, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক গুরা মিয়া, হোয়াইক্যং আ’লীগের যুগ্ন আহ্বায়ক এনামুলহক, যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, হোয়াইক্যং ১নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সিকদার, ২নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, আওয়ামীলীগ নেতা নুর আহমদ ডিলার, যুবলীগ নেতা নুরুল আমিন প্রমুখ। সভায় সাবরাং ইউনিয়নের সভাপতি জাহেদ হোসাইন, আ’লীগ নেতা মাষ্টার সৈয়দ আহমদ এর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, আগামী ২৫ মার্চ বিকাল ৫ টায় শোক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ দিবাগত ১২:০১ টায় শহীদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, ভোর ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ২৭ মার্চ বাস ষ্টেশন চত্বরে আলোচনা সভা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।