জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক |

জাতীয় প্রেস ক্লাব গ্রন্থাগারের মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করছেন মুক্তিযুদ্ধের ৯নং সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) শামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলমসহ সিনিয়র সাংবাদিকরা। ছবি: যুগান্তর
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) শামসুল আরেফিন বলেছেন, আমরা অনেকেই মুক্তিযোদ্ধাদের স্মৃতি জানতে ও প্রকাশ করতে আগ্রহী। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেসব সরকারি কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা কীভাবে সংগ্রাম করেছেন, সেটাও আজকের প্রজন্মকে জানানো জরুরি। এটা করা হলে সেই সময়ের আরও তথ্য পাওয়া যাবে বলে তিনি অভিমত দেন।

Saiful Alam 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর