জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়বে : আইনমন্ত্রী

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধিসহ সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এসডিজি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধিসহ সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। প্রায় ২০০ মিলিয়ন মানুষের স্থানান্তরের প্রয়োজন হবে, যার জন্য বিশ্বব্যাপী কোনো স্থান নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই জানি যে, জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা। এটি মানবাধিকারের বৃহৎ হুমকিগুলোর মধ্যে একটি। কারণ মানবাধিকার সুরা এবং পরিবেশ সুরার মধ্যে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।’

উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ নিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নত দেশ এখনো অধিক মাত্রায় কার্বন নিঃসরণ করে চলেছে। এই প্রবণতা চলতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রী বৃদ্ধি পাবে। এর ফলে অনেক দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। দেশের উপকূলীয় অঞ্চল এক মিটার পানির নিচে ডুবে যাবে। ফলে অসংখ্য লোক আশ্রয় ও কর্ম হারাবে। কৃষি জমি হ্রাস পাবে। ফলে এসডিজি অর্জনের গতি হ্রাস পাবে।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বণিক সদস্য মো নজরুল ইসলাম, অধ্যাপক আকতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।