সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানায় কর্মরত এসআই মশিউর রহমান মাদক উদ্ধার ও আসামী আটকে অনন্য অবদান রাখায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের ক্রেস্ট অর্জন করেছেন।
২৩ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় চট্টগ্রাম রেঞ্জের হলরোমে অনুষ্ঠিত বিশেষ সভায় ডিআইজি গোলাম ফারুক খাঁন আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানায় কর্মরত এসআই মশিউর রহমানে হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,কক্সবাজারের পুলিশ সুপার মাসদ হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। টেকনাফ মডেল থানার এসআই মোঃ মশিউর রহমান গত নভেম্বর মাসে টেকনাফে সর্বোচ্চ মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভূক্ত আসামী আটকে রেঞ্জ পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই বিশেষ সম্মাননা ক্রেস্ট অর্জন করেন।
এদিকে এক প্রতিক্রিয়ায় পুরস্কৃত এসআই মশিউর রহমান বলেন, এই সম্মাননা ক্রেস্ট দায়িত্ব পালনে আরো উৎসাহ যোগাবে। তিনি এই সাফল্যের জন্য জেলা পুলিশ সুপার, টেকনাফ মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,সম্প্রতি হ্নীলা-হোয়াইক্যংয়ে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণ ও মুক্তিপণ আদায়কারীদের বিরুদ্ধে এসআই মশিউর রহমান জীবন বাজি রেখে সফল অভিযান পরিচালনা করে আসছেন। তাঁরই এই দুঃসাহসিক কার্য্যক্রমে সীমান্তের অপরাধীরা আদালতে আত্নসমর্পন অথবা এলাকা ছাড়তে বাধ্য হয়। আগামীতে জনসাধারণ যাবতীয় অপরাধের বিরুদ্ধে এসআই মশিউরের মতো আপোষহীন অভিযান পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ##