এম জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একরাতের বিশেষ অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত ৩৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে থানা পুলিশের একাধিক টিম চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করেছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব সরকার বলেন, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এর নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ১৯ অক্টোবর রাতে সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এবং থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার এর নেতৃত্বে পুলিশ দল চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ঝটিকা অভিযান শুরু করেন।
তিনি বলেন, বুধবার রাত দশটা থেকে শুরু হয়ে ভোর পাঁচটা সাতঘন্টার অভিযানে পুলিশ ২ টি সাজা ওয়ারেন্ট,১৯ জিআর ওয়ারেন্ট ও ১৮ সিআর মামলার ওয়ারেন্ট মূলে ৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামিরা মামলায় আদালতের ওয়ারেন্ট জারির পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি বলেন, সর্বশেষ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ###
