চকরিয়ায় চর্তুথ ডিজিটাল বাংলাদেশ ২০২০দিবসে প্রযুক্তিখাতে ৬ বিভাগের বিজয়ীকে পুরস্কার বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া |
সরকারি নির্দেশনার আলোকে “যদিও মানছি দূরত্ব তবু আছি সংযুক্ত” স্লোগানে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার ১২ ডিসেম্বর চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সকালে উপজেলা মিলনায়তনে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে এবছর প্রযুক্তিখাতে ৬ বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইমন চৌধুরী।
উপজেলা তথ্যসেবা বিভাগের সহকারী প্রোগ্রামার জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা টেকনেশিয়ান এরশাদুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থী ও উপজেলার আইসিটি সেক্টরের উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ ২০২০ দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আইসিটি বিভাগ অনবদ্য ভূমিকার জন্য এ বছর শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন যৌথভাবে কাকারা ইউনিয়ন পরিষদের সাদিয়া কাউচার ও বদরখালী ইউনিয়ন পরিষদের মিশুক।
এছাড়াও আইসিটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছেন ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়।
সেমিনার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী এবং সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ