কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে সাগরে ট্রলারডুবি ; নিখোঁজ ২২ জেলে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজার থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে ট্রলারডুবিতে ২২ জেলে নিখোঁজ হয়েছেন।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ট্রলারডুবির ঘটনায় ৩৫ জন মাঝিমাল্লা থাকলেও ২২ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা বলছেন।

সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ জনের মৃত্যুর খবর প্রচার হলেও এখনও পর্যন্ত ২২ মাঝিমাল্লার মধ্যে কারও মৃত্যুর সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা ৬টার দিকে ৩ জেলে মো. মহিউদ্দিন (৩০), মো. দেলোয়ার (৪০), মো. নুরুন্নবী (৩২) চাম্বল বাংলাবাজার ঘাটে ফিরে এসেছেন। তারা জেলে নিখোঁজ ও ট্রলারডুবির ঘটনার বর্ণনা দেন।

সন্ধ্যা ৭টায় রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্থানে ৪টি মাছ ধরার ট্রলার উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে ট্রলার মালিক সূত্রে জানা যায়।

চাম্বল বাংলাবাজার ঘাটের বোট মালিক সমিতির সভাপতি মো. হেফাজুল ইসলাম বলেন, শনিবার মাঝিমাল্লা নিয়ে মো. ছগিরের মালিকানাধীন নতুন বোটটি সাগরে মাছ ধরতে যায়। সাগরে মাছ ধরতে যাওয়া অপর একটি বোটের শ্রমিকদের সাথে জাল বসানো নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অপর বোটটি ধাক্কা দিলে মো. ছগিরের মালিকানাধীন মাছ ধরার বোটটি ডুবে যায়।

সন্ধ্যা ৬টার দিকে ৩ জেলে মো. মহিউদ্দিন, মো. দেলোয়ার ও মো. নুরুন্নবী ঘাটে ফিরে এসেছেন। তারা জানান, ডুবে যাওয়া জেলেদের অন্যান্য বোটের মাঝিমাল্লারা তুলে নিয়েছেন বলে শুনেছি। মৃত্যুর খবর আমরা জানি না।

চট্টগ্রাম কোস্টগার্ড কমান্ডার হাবিবুর রহমান বলেন, জেলে নিখোঁজের খবর আমরা পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সমুদ্রে আমরা অভিযান অব্যাহত রেখেছি।