মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-০৪
**************
[ শুরু করি আমি নিয়ে আল্লাহর নাম
অসীম -অপার যিনি রহিম -রহমান। ]
**************************
নির্ভুল বাণী বলো কার হতে পারে
মহান আল্লাহর বাণী বিনে ;
পাপী এ বান্দা রাখি পূর্ণ আস্থা
এ গুনাহগার দ্বীন-হীনে।
আর যাঁরা এনেছে বিশ্বাস
সে সব বিষয়ের প্রতি –
যা কিছু করেছি নাযিল
আমি তোমাদের সত্যি।
আর সে সব বিষয়ের প্রতি
আনেগো যাঁরা ঈমান-
নবী-রাসুলদের প্রতি নাযিল
করেছি আমি আল্লাহ্ মহান।
আখেরাতের উপর আছে
যাঁদের পূর্ণ আস্থা –
মুত্তাকী বলে তাঁদের জানি
অনুগামী যাঁরা আল্লাহর রাস্তা।
