কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ]

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :০৯
*************
★★ আল্লাহর নাম নিয়ে করছি আমি শুরু
পরম করুণাময় যিনি অসীম দয়ালু ★★
**************************
হে,মুমিন ইহকালে কভূ
সর্বাবস্থায় সর্বহালে তবু,
আল্লাহ্ ও রাসূল বিরুধী দলে
যাইওনা এগিয়ে জয়ধ্বনি তুলে।

ক্ষণিকের জীবনে জান্নাত লাভে
ওহে,মুমিন কর চাষ বারো মাস-
থাকো “ফি-সবিলিল্লাহে” নহে গোমরাহে
করিওনা পরিধান গায়ে মুনাফেকি লেবাস।

আল্লাহ্ ও ঈমানদারদের চায়
দিতে মুনাফেকরা ধোঁকা –
ধোঁকা দেয় নিজেরা নিজেদের
অনুভবে অবুঝ সত্যি এরা বোকা।

ধোঁকাবাজ মুনাফেক যারা
করে অমূলক ব্যর্থ চিন্তা –
দ্বিমুখী নীতির ভারে যাবে নরকে
নিশ্চয়ই পরকালে মুনাফেকি আত্মা।