উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে এই অগ্নি নির্বাপক মহড়ার আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উখিয়া ব্রাঞ্চ। রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত এনজিও সংস্থা এসিএফ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ সহায়তায় অনুষ্ঠিত মহড়ার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো:আবুল কালাম আজাদ বলেছেন,অগ্নিকান্ডে প্রানহানীর ঘটনা ঘটে। মালের ক্ষতি হয়।জানমাল হারিয়ে মানুষ দেউলিয়া হয়ে যায়।তিনি আরো বলেন, গ্যাস সিলিন্ডার থেকেও এখন বেশী অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।এসব দুর্ঘটনা থেকে রক্ষা পেতে অগ্নি নির্বাপক সম্পর্কে জানতে হবে।দ্রুত সময়ে আগুন নিভানোর সক্ষমতা অর্জন করতে হবে।স্থানীয় জনগোষ্টির মাঝে অগ্নিকান্ডের বিষয়েও তেমন সচেতনতা নেই।স্থানীয়দের চেয়ে রোহিঙ্গারা আরো বেশী ঝুকিঁতে থাকবে। তাদের আরো বেশী সচেতন করতে হবে।কিভাবে আগুন নিভাতে হয়,তা জানাতেই আজকের মহড়ার আয়োজন করা হয়েছে। এসময় আরো বক্তব্য রাখেন ক্যাম্প-১৫ এর ইনচার্জ মো: শফিকুল ইসলাম,ক্যাম্প-৯ ও ১০ এর ইনচার্জ মিজানুর রহমান,এসিএফ’র কান্ট্রি ডিরেক্টর মি:লোপেজ,বিভাগীয় পরিচালক মো:মাহাদী,ক্যাম্প ম্যানেজার এমএ মালেক,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোঅর্ডিনেটর সেলিম আহমদ, এমএমআরসি’র ক্যাম্প পরিচালক মহসিন উল হক,ফায়ার সার্ভিস। ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক আব্দুল মালেক প্রমুখ।এসময় ফায়ার সার্ভিস ডিফেন্স উখিয়া ব্রাঞ্চের ইনচার্জ মো:জহিরুল হক, ক্যাম্পে দায়ীতœরত সেনা কর্মকর্তা মো:আরিফ সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ডিফেন্সের অগ্নি নির্বাপক বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।