ই*য়া*বা*র পুটলা ও মা*দ*ক বিক্রির টাকাসহ হোয়াইক্যং নয়াবাজার হতে ৬ মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সাদ্দাম হোসাইন : : টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় পুটলা বানিয়ে ইয়াবা পাচার ও মাদক বিক্রির টাকাসহ ৬জনকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৯ মে সন্ধ্যা সোয়া ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার জাফর আলমের পুত্র মোঃ নুরুল কবির (২৬), আবুল কালামের পুত্র ওসমান গনি (৩০), আব্দুর রহিমের পুত্র দেলোয়ার হোসেন (১৯), জকির আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম, পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল মোনাফের পুত্র রহমত করিম (২৪) এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইণ থানার ঢাকি ইউনিয়নের বড়কান্দার লাল মিয়ার পুত্র মোঃ আরব মিয়া (৩৫) কে গ্রেফতার করে। ধৃতদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তাদের হেফাজত হতে খেয়ে পাচারের জন্য অভিনব কায়দায় তৈরী পুটলায় ৪হাজার ইয়াবা ও মাদক বিক্রির ৫০হাজার টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###